রংপুরে চাচার হাতে ভাতিজা খুন
তুচ্ছ ঘটনার জের ধরে রংপুরের পীরগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকালে উপজেলার দুর্বাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে ভাতিজা রিপনের (২৯) একটি গরু চাচা রশিদ মিয়ার ধানের ক্ষেতে গেলে এই নিয়ে ঝগড়ার সৃষ্টি হয় চাচা-ভাতিজার। ঝগড়ার এক পর্যন্ত রশিদ ও তার অপর ভাই বাদশা মিলে ভাতিজা রিপনকে বেধম মারপিট করে।…