![গুগল ফটোজে ফ্রি ছবি রাখার শেষ দিনে যা করবেন](https://www.shuddhobarta24.com/wp-content/uploads/2021/05/googlephotos.jpg)
গুগল ফটোজে ফ্রি ছবি রাখার শেষ দিনে যা করবেন
গুগলের জনপ্রিয় সেবা গুগল ফটোজে বিনামূল্যে ছবি রাখার শেষ দিন আজ। কাল থেকেই নির্ধারিত ১৫ গিগার কোটা পার হলে ব্যবহারকারীদের অর্থ পরিশোধ করতে হবে। প্রতিষ্ঠানটির নতুন নীতির সঙ্গে খাপ খাওয়াতে কয়েকটি কাজ করে রাখতে পারেন। এতে পরবর্তীতে কোনও জটিলতা তৈরি হবে না। কাল থেকে গুগল ফটোজে যে কোনও মিডিয়া ফাইল রাখলে তা ফ্রি ১৫ গিগার…