
সেলফি ক্যামেরায় প্রথম ওআইএস প্রযুক্তির স্মার্টফোন ভিভো ভি২১
বাংলাদেশে ভিভো ভি৭ দিয়ে ভি সিরিজের যাত্রা শুরু করেছিল শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। এরই মধ্যে সিরিজটির বিভিন্ন মডেলের ক্যামেরায় বিভিন্ন চমক দেখিয়েছে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় এবার দেশের বাজারে ভি সিরিজের সর্বশেষ স্মার্টফোন ভি২১ এনেছে ভিভো। সেলফি ক্যামেরায় প্রথম ওআইএস প্রযুক্তির স্মার্টফোন ভিভো ভি২১ বাংলাদেশের বাজারে স্মার্টফোনটি আনার আনুষ্ঠানিক ঘোষণা ভিভো দেয় গত ৩১ মে।…