আরও ১০টি স্যাটেলাইট পাঠালো স্পেসএক্স বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের অপেক্ষায়
ডেস্ক নিউজ : শুক্রবার ইরিডিয়াম কমিউনিকেশনস-এর আরও দশটি যোগাযোগ স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে পাঠিয়েছে স্পেসএক্স। স্থানীয় সময় সকাল ৭.১৩ টায় সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ এয়ার ফোর্স বেইজ থেকে ফ্যালফন ৯ রকেটে করে ইরিডিয়াম-নেক্সট স্যাটেলাইটগুলো পাঠানো হয়। ভার্জিনিয়ার ম্যাকলিনভিত্তিক এই স্যাটেলাইট পরিচালনা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিতে মোট ৭৫টি স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর কথা রয়েছে মহাকাশযান নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটির। এবার পঞ্চমবারের…