![ভুয়া লাইক, ভিউ বিক্রির অভিযোগে মামলা করলো ফেসবুক](https://www.shuddhobarta24.com/wp-content/uploads/2019/05/facebookinteo.jpg)
ভুয়া লাইক, ভিউ বিক্রির অভিযোগে মামলা করলো ফেসবুক
ইনস্টাগ্রামের ভুয়া লাইক, ভিউ ও ফলোয়ার বিক্রির দায়ে নিউজিল্যান্ডভিত্তিক একটি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে ফেসবুক। কোম্পানিটি দীর্ঘদিন ধরে জালিয়াতির মাধ্যম এসব ভুয়া লাইক ও ভিউ বিক্রি করছিল। ফেসবুক ধারণা করছে আরেন্ড নোলেন, লিওন হেজেস ও ডেভিড পাসানেন পরিচালিত ‘সোশ্যাল মিডিয়া সিরিজ লিমিটেড’ নামের এই কোম্পানিটি ইনস্টাগ্রামের ভুয়া লাইক, ভিউ ও ফলোয়ার বিক্রির মাধ্যমে প্রায় ৯.৪…