গরমে মাথায় ঘাম বসে পড়ছে চুল! রইলো সমাধান
গরমকালে একদিকে যা গরম থাকে তার উপর আবার বারবার ঘামের জন্যে থাকে অস্বস্তিকর পরিস্থিতি। সেই ঘাম বসতে পারে আপনার চুলের গোড়াতেও। এক টানা ঘামে ভিজে গিয়ে সেই চুলের গোড়া দূর্বল হতে থাকে। এর ফলস্বরূপ, চুল পড়াও শুরু হয়। চুলের স্কাল্প আলগা হয়ে গিয়ে সহজেই চুল উঠতে শুরু করে এই সময়ে। এছাড়াও ঘাম ও মাথার ত্বক…