ছেলেকে ডাক্তার বানানো আমার স্বপ্ন সংগ্রামী, সাহসী সফল মা
দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে সংগ্রামী, সা’হ’সী ও সফল নারীদের জীবন কাহিনী। এদের মধ্যে বেশিরভাগই রয়েছে আমাদের অজানা। তেমনি এক সংগ্রামী নারী মর্জিনা বেগম। এই মা রাস্তার পাশের ডোবা নালা থেকে মাটি কে’টে রাস্তা ভরাটের কাজ করে তার সন্তানকে পড়াচ্ছেন মেডিকেল কলেজে। উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদক জানান, ১৭ বছর আগে দুই শিশু সন্তান রেখে…