ফেরার তাগিদ, বারাণসী থেকে রিকশা চালিয়ে হাওড়া পৌঁছলেন এই ব্যক্তি
কোনও পরিযায়ী শ্রমিককে হেঁটে বাড়ি ফিরতে হবে না, সরকার তার ফেরার ব্যবস্থা করবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই নিদান থাকা সত্ত্বেও ছবিটা একই রয়েছে। নয়ত কিশোর সাহুকে ৬৫০ কিমি রিকশা চালিয়ে হাওড়ায় নিজের বাড়িতে ফিরতে হতো না। ঠিকই শুনেছেন। ৬৫০ কিমি রিকশা চালিয়েছেন কিশোর সাহু। পেশায় রিকশাচালক উদ্যোগী হয়েছিলেন। কিন্তু কোনও উপায় পাননি ফেরার। ৪০…