
ভয়াবহ কালোরাত্রি
কবিতা ইয়াসমিন আক্তার মণি।। ………………………………………… ভয়াবহ কালোরাত্রি ছাব্বিসে মার্চ জন পথ কাঁপছে ভয়ে থরে থরে, পাকিস্তানীর ভয়ংঙ্ককর আকস্মিৎ আক্রমনে গর্জে ওঠে বাংলার দামাল ছেলেরা। ৭ই মার্চের ঐতিহাসিক বঙ্গবন্ধুর ভাষণ পূর্ব বাংলার মানুষের প্রাণে ছিলো গাঁথা, বিজয় নিশান আনবে ছিনিয়ে প্রাণে বিনিময়ে নিরাস্ত্র বাঙালী কাঁধে কাঁধ মিলিয়ে। কত মায়ের বুক খালি করে ওরা খোকা ফিরবে মায়ের…