
সাইক্লোন আর শিল্প , কোনওটাই বাংলায় ঢুকবে না : মীর
বিভিন্ন সময়ে কারনে অকারনে বিতর্কে জড়িয়েছেন তিনি। বেশিরভাগ সময় তাঁর দিকে ধেয়ে এসেছ মৌলবাদের তীর। তিনি মীর। তবে রাজনৈতিক কোনও প্রসঙ্গ টেনে তিনি কোনওদিন মন্তব্য করেননি। সোশ্যাল মিডিয়াতেও এমন কোনওদিন কথাবার্তা বলেননি যা মনে হতে পারে তাতে রাজনৈতিক গন্ধ রয়েছে। এবার সেই বোমা ফাটালেন তিনি।নাম না করে রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি সরাসরি পোস্ট করেছেন সঙ্গে…