
জগাখিচুড়ি
রফিকুল কবির ,প্যারিস থেকে :নভেল করোনা ভাইরাস তাবৎ মানুষের ঘুম হারাম করে দিয়েছে। পৃথিবীর প্রায় সকল দেশ লকডাউন, টেস্ট, কোয়ারেন্টাইন, আইসোলেশন, রিকভার/ডেথ প্রক্রিয়ায় নাগরিক সেবা দিচ্ছে। সবার মতো আমিও মানবিক অধিকারের এ সকল নিশ্চিয়তা নিয়ে ফ্রান্সে আমার বাসায় প্রথম ধাপ লকডাউনে আছি, সুস্থ্য আছি। আমি সুস্থ্য আছি এটা আমার আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধব,পরিবার সর্বোপরি দেশের সকলের জন্য স্বস্তির,…