সন্তানের নাম ‘স্যানিটাইজার’ রাখলেন করোনায় চিন্তিত বাবা-মা
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। এমন পরিস্থিতিতে যেসব বাচ্চা জন্মগ্রহণ করেছে তাদের অনেকেরই নাম রাখা হয়েছে ‘করোনা’, ‘কভিড’, লকডাউন ইত্যাদি। তবে এবার এক নবজাতকের নাম রাখা হয়েছে ‘স্যানিটাইজার’। ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরে জন্ম হয়েছে এই বাচ্চাটির। রবিবার সাহারানপুরের বিজয় বিহারের বাসিন্দা মণিকা সিং এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ছেলের জন্মের পরই মণিকার স্বামী ওমবীর সিং ঘোষণা করেন…