
করোনা থেকে বাঁচতে হাত ধুয়ে শুকাচ্ছেন তো?
করোনাভাইরাস থেকে বাঁচতে অন্যতম উপায় হিসেবে বলা হচ্ছে বারবার হাত ধুতে। হাত জীবাণুমুক্ত থাকলে আপনি করোনার হাত থেকে নিরাপদে থাকতে পারবেন। কিন্তু শুধুমাত্র হাত ধোয়াই কি আপনার পক্ষে যথেষ্ট? হাত ধোয়া যতটা জরুরি ততটাই প্রয়োজন হাত শুকনো করা। বিশেষজ্ঞরা কিন্তু এমনটাই বলছেন। শুকনো ত্বক বেশি নিরাপদ হয়। শুকনো ত্বকে জীবাণু কম থাকে। হাত শুকনো রাখলে…