
বাকীর রৌপ্যে পদক তালিকায় বাংলাদেশ
ডেস্ক নিউজ : ১০ মিটার এয়ার রাইফেলে আবার রৌপ্যপদক জিতলেন বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকী। অবশ্য অল্পের জন্য স্বর্ণপদক হাতছাড়া হয়েছে তার। পদক জয়ের পর সামাজিক যোগাযোগের মাধ্যম নিজের ফেসবুক পেজে বাকী লেখেন ‘আল্লাহর কাছে শুকরিয়া। আমার সব সমর্থনকারীকে ধন্যবাদ। শেষ শটের জন্য দুঃখিত।’ ২৪৫ স্কোর গড়ে স্বর্ণপদক জিতে নেন স্বাগতিক অস্ট্রেলিয়ার ড্যান স্যাম্পসন। বাকীর স্কোর…