তিতের কথাই সত্যি হলো কোয়ার্টার ফাইনালে ব্রাজিল
ডেস্ক নিউজ: তিতের কথাই সত্যি হলো। নেইমারের প্রস্তুতি নেওয়া শেষ, এবার জ্বলে ওঠার অপেক্ষায় তার ‘মূল অস্ত্র’। শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে নেইমার জাদুতে ২-০ গোলে জিতল ব্রাজিল। নিজে গোল তো করেছেনই, আরেকটি করিয়েছেন। সামার অ্যারেনায় এই জয়ে ষষ্ঠ শিরোপার মিশনে আরেক ধাপ এগিয়ে গেল তারা। নিশ্চিত হলো কোয়ার্টার ফাইনাল, যেখানে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে…