বিশ্বকাপ ফুটবল কেন চার বছর পর পর হয় জানেন?
ডেস্ক নিউজ: শুধু বিশ্বকাপ ফুটবল নয়, খেলাধূলার যে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতাই হয় চার বছর অন্তর। কিন্তু তিন, পাঁচ বা সাত নয়, চার কেন? উত্তর পেতে হলে আমাদের যেতে হবে ঠিক দু’হাজার সাতশো চুরানব্বই বছর পেছনে। প্রাচীন গ্রিসের অলিম্পিয়াতে তখনই প্রথম বসেছিল অলিম্পিক গেমসের আসর। যা জারি ছিল ৩৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রতি চার বছর অন্তর বসত…