জন্মদিনে নেইমারের আকুতি ‘নতুন মেটাটারসাল’
গত ২৩ জানুয়ারি ঘরের মাঠে ফরাসি কাপের শেষ ষোলোর ম্যাচে ডান পায়ে চোট পান নেইমার। গত বছরের ফেব্রুয়ারিতে লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে ডান পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল হাড় ভাঙায় প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলেন তিনি। একই জায়গায় আবারও চোট পেয়ে এবার আড়াই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার। এই…