মেসি এখন কোথায় যাবেন
সম্পর্ক শেষ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণাটা এসেছে বার্সেলোনার তরফ থেকে। অবসান হয়েছে লিওনেল মেসির সঙ্গে তাদের দীর্ঘদিনের সর্ম্পকের। গত কয়েক সপ্তাহ ধরেই অবশ্য ‘ফ্রি অ্যাজেন্ট’ আর্জেন্টাইন তারকা। অর্থাৎ চাইলেই সমঝোতার ভিত্তিতে ভিড়তে পারতেন যেকোনো ক্লাবে। তবে এতদিন পর্যন্ত খবর ছিল, বার্সাতেই থাকতে চান মেসি। এখন যেহেতু আর সেটি হচ্ছে না। তাকে আর রাখতে পারছে না কাতালান…