
২০২৫ আইপিএল নিলামের আগে মুস্তাফিজের মতো কপাল পুড়েছে যাদের
আসন্ন ২০২৫ আইপিএল নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো রিটেইন ও বাদ পড়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। যেখানে চেন্নাই সুপার কিংস রিটেইন (ধরে রাখা) করেনি বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। অর্থাৎ আসন্ন আইপিএলে খেলতে নিলামে দল পেতে হবে মুস্তাফিজকে। শুধু মুস্তাফিজই নয়, নিলামের আগে কপাল পুড়েছে বহু ক্রিকেটারের।সবশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জিতিয়েও দলে জায়গা ধরে রাখতে…