ভয়ঙ্কর রূপ নেয়নি ব্ল্যাক ফাঙ্গাস, সংক্রমণ রুখতে বিশেষ পরামর্শ নীতি আয়োগের
নয়াদিল্লি: দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য অধিকারিকরা।তার মধ্যেই আবার গোদের উপর বিষফোঁড়ার মত জাঁকিয়ে বসছে মিউকোরমাইকেসিস বা ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশন(Black Fungus) । দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের (Sir Gangaram Hospital) তরফে জানানো হয়, একাধিক করোনা রোগীর মধ্যে এই ছত্রাকের সংক্রমণ দেখা দিয়েছে , যা প্রাণঘাতী রূপও নিতে পারে। তবে…