সার্বজনীন দূর্গামন্দির উত্তরবাগ রাজনগরের ষোলপ্রহরব্যাপী যজ্ঞানুষ্ঠান ১৩ মার্চ
মৌলভীবাজার জেলার রাজনগরের ২নং উত্তরবাগ ইউনিয়নের সার্বজনীন দূর্গামন্দিরের উদ্যোগে ষোলপ্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠান আগামী ১৩ মার্চ বুধবার মন্দির প্রাঙ্গনে শুভারম্ভ হবে। ১৩ মার্চ বুধবার সন্ধ্যা ৬টায় বালাগঞ্জ শীযুক্ত সাগর কৃষ্ণ দাসের পরিবেশনায় শ্রীমদ্ভাবগবত গীতা পাঠ, মৌলভীবাজার ভীমশীর কৃষ্ণ দাস ব্রজবাসীর যজ্ঞেশ্বর, রাত ৭.০১ মিনিটে হরিনাম যজ্ঞের মঙ্গলঘট স্থাপন, সাড়ে ৭টায় হরিণাম যজ্ঞের শুভ উদ্বোধন,…