বাণিজ্য মেলায় ২২তম দিনে র্যাফেল ‘ড্র’ এর বিজয়ী যারা
সিলেটে ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২২ম দিনের র্যাফেল ‘ড্র’ অনুষ্টিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) রাত সাড়ে দশটায় এ র্যাফেল ‘ড্র’ অনুষ্ঠিত হয়। মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতাদের প্রবেশ টিকেটের উপর প্রতিদিনই এ ‘ড্র’ হয়। ২২ম দিনে ১০০ সিসি মোটর সাইকেল, স্বর্ণের চেইন, ওয়াশিন মেশিন, কানের দুল, ফ্রিজ, এলইডি টেলিভিশন, মাইক্রোওভেন সহ ছিল ৫১টি আর্কষনীয় পুরস্কার।…