
কথিত প্রেমিক কে গ্রেফতার করেছে র্যাব ১৩
গত ২৩ মার্চ লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন খারিজা জোংরা (সরকারের হাট) এলাকার সুদীর চন্দ্র রায় এর ছেলে সজল কুমার মানিক (১৯) এর বিরুদ্ধে অপহরণের অভিযোগে রংপুর মহানগরীর কোতয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়। ঘটনার পূর্ব্ থেকে ভিকটিমের সাথে আসামী সজল কুমার মানিক বিভিন্নভাবে ফুসলাইয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে, আসামী সজল কুমার মানিক…