
আজ পবিত্র জুমাতুল বিদা
পবিত্র জুমাতুল বিদা আজ শুক্রবার (২৮ মার্চ)। মুসলিম সম্প্রদায় রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা পালন করে থাকে। আজ দেশব্যাপী মসজিদে-মসজিদে জুমার নামাজ আদায় করার সময় দেশের কোটি কোটি মুসল্লি পবিত্র রমজান মাসকে বিদায় জানিয়ে বিশেষ দোয়া মোনাজাত করবেন। আজকের জুমাতুল বিদার খুতবায় উচ্চারিত হবে—‘আল বিদা, আল বিদা, ইয়া শাহরু রমাদান।’ অর্থাৎ, বিদায়, বিদায় হে…