ইরানে হিফজ প্রতিযোগিতা: বিকলাঙ্গ হাফেজসহ বাদ ২ প্রার্থী
অনলাইন ডেস্ক: ইরানের তেহরানে অনুষ্ঠিতব্য ৪১তম আন্তর্জাতিক হিফযুল কুরআন ও ক্বিরাআত প্রতিযোগিতার বাছাইকৃত বিকলাঙ্গসহ দু’প্রার্থীর নাম বাদ পড়েছে। এনিয়ে বাজারে নানা রকম গুজব চলছে। ইরানের অনলাইনে সরাসরি ইন্টারভিউ দিয়ে অপর দু’জন প্রার্থীসহ ৬ সদস্য ভিসাপ্রাপ্ত প্রতিযোগি শিগগিরই কুরআন ও ক্বিরাআত প্রতিযোগিতায় অংশ নিতে তেহরানের উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবে। ২০২৫ সালে ইরানে কুরআন ও ক্বিরাআত প্রতিযোগিতায় ইসলামিক…