লন্ডনে ডেলিভারি রাইডারদের বিরুদ্ধে অভিযান শুরু
ডেলিভারি রাইডারদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন আইডব্লিউজিবি বলেছে, ডেলিভারু এবং জাস্ট-ইট এর মতো কোম্পানি যেভাবে মজুরী দেয়, তার কারণেই বিপদজনক গতিতে এবং অনেক সময় মানুষের পায়ে হাঁটার রাস্তায় সাইকেল চালিয়ে ডেলিভারি দিতে যায় এসব রাইডার। ডেলিভারি রাইডাররা ঘণ্টার হিসাবে মজুরি পায়না, পায় প্রতি ডেলিভারি হিসাবে। ফলে যত বেশী ডেলিভারি দেয়া যায় ততো বেশী উপার্জন সম্ভব। একারণেই বিপদজনক…