গণনা কেন্দ্রের জন্য কী ব্যবস্থা নিয়েছে কমিশন
কলকাতা : নির্বাচন শেষ। এ বার ফলের অপেক্ষা ২ মে গণনা (Vote Counting)। গণনা নিয়ে চিন্তায় নির্বাচন কমিশন (Election Commission of India) । চিন্তার কারণ একাধিক। এক দিকে যেমন গণনাকেন্দ্রে করোনা বিধি মেনে চলতে হবে, তেমনই নিরাপত্তা বলয়ও রাখতে হবে নিশ্ছিদ্র। নির্বাচন কমিশন এই দুটো বিষয়কে প্রাধান্য দিয়েই গণনা কেন্দ্রের নীল নকশা তৈরি করেছে। ৮…