
মেক্সিকোয় মিলল ১৩শ শতকের- বৃষ্টি দেবতার মন্দির
ভূমিকম্পের পর হঠাৎ করেই পাওয়া গেছে প্রাচীন এক মন্দিরের সন্ধান,মেক্সিকোতে গত বছরের সেপ্টেম্বরে প্রলয়ঙ্করী ভূমিকম্পে যে ধ্বংস-যজ্ঞ ঘটে গেছে তার মধ্যেই একটি সুখবরের আভাস দিলেন প্রত্নতাত্ত্বিকেরা। ভূমিকম্পের পর হঠাৎ করেই সেখানে পাওয়া গেছে প্রাচীন এক মন্দিরের সন্ধান। মন্দিরটি এজটেকদের বৃষ্টির দেবতা টিলালোককে উৎসর্গ করে বানানো বলে ধারণা করা হচ্ছে। মেক্সিকো সিটি থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে…