
ডলারের আশায় শরণার্থীর খাতায় নাম তুললেন এক লাখ পাকিস্তানি
নগদ অর্থ সহায়তা পাওয়ার আশায় অন্তত এক লাখ পাকিস্তানি নিজেদের নাম আফগান শরণার্থীর তালিকায় লিখিয়েছেন। দেশটির জাতীয় তথ্যভাণ্ডার ও নিবন্ধন কর্তৃপক্ষের (নাদরা) বরাতে ইংরেজি দৈনিক ডন এ তথ্য জানিয়েছে। স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবাসনের বিনিময়ে প্রতিজন আফগান শরণার্থীকে চারশ ডলার দিচ্ছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। নাদরা চেয়ারম্যান উসমান মোবিন বলেন, যখন তারা কম্পিউটারাইজড ন্যাশনাল আইডেনটিটি কার্ডস (সিএনআইসি)…