রাজপরিবারে খুশির হাওয়া, পুত্রসন্তানের মা হলেন মেগান
রাজপরিবারে খুশির হাওয়া৷ এসেছে নতুন অতিথি৷ পুত্র সন্তানের মা হলেন মেগান মর্কেল৷ স্বভাবতই উচ্ছ্বসিত প্রিন্স হ্যারি৷ স্থানীয় সময় অনুসারে সোমবার সকাল ১০.৫৬ মিনিটে পুত্র সন্তানের জন্ম দেন মেগান৷ আর তারপরই প্রিন্স হ্যারি সংবাদ মাধ্যমকে এই খুশির খবর দেন৷ উচ্ছ্বসিত প্রিন্স হ্যারি বলেন, আমাদের পুত্রসন্তান হয়েছে৷ এটা অন্যরকম একটা অনুভূতি৷ প্রিন্স ছাড়াও এই খবর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে…