সিলেটে বিএনপির মিছিলে গুলি, আ.লীগের সাবেক মেয়র-এমপিসহ আসামি ২৪৩
সিলেটে বিএনপি ও অঙ্গ সংগঠনের মিছিলে হামলা ও গুলি ছোড়ার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। বালাগঞ্জের বেত্রীকুল, বাংলাবাজারের খুজগীরপুর গ্রামের মৃত মাহমদ আলীর ছেলে ও বর্তমানে সিলেট নগরীর লামাবাজারের বাসিন্দা মো. আবদুস ছালাম টিপু বাদি হয়ে কোতোয়ালি থানায় এ মামলাটি (নং-৩০(১০)২০২৪) দায়ের করেন। মামলায় সাবেক তিন মেয়র-এমপিসহ আওয়ামী লীগের ৪৩ জনের নামোল্লেখ করে আরও অজ্ঞাতনামা ১৫০/২০০…