
ঈদ ‘ইত্যাদি’তে তৌসিফ-বুবলী
‘ইত্যাদি’র প্রতিটি বিষয়েই খুঁজে পাওয়া যায় সমসাময়িক প্রসঙ্গ, সমাজের অসঙ্গতির বিরুদ্ধে তীব্র ব্যঙ্গ বিদ্রূপের কষাঘাত। সেটা গান, অভিনয়, নৃত্য- সব কিছুতেই ফুটিয়ে তোলা হয়। ঈদ ইত্যাদি-তে পরিবেশিত দলীয় সংগীতও তেমনি একটি পর্ব। সমকালীন ও বক্তব্যধর্মী এবারের দলীয় সংগীতের বিষয় দেখার চোখ ও বিবেকের চোখ নিয়ে। আমাদের সংস্কৃতি আমাদের শিকড়, অথচ এখন অনেক কিছুই শিকড় থেকে…