ধর্ষণ নিয়ে কিছু কথা-তানভীর আনজুম তুষার
এ দেশ রক্তে অর্জিত, এ দেশ নারী ধর্ষনে অর্জিত, এ দেশ বিক্ষোভে অর্জিত, এ দেশ তাজ প্রাণ নিষ্প্রাণে অর্জিত। আজো এ দেশে রক্ত ঝড়ে রাজপথে পড়ে, আজো এ দেশে নারী ধর্ষিত হয় ঘরে ঘরে আজো এ দেশে বিক্ষোভ চলে প্রান্তরে প্রান্তরে। এ দেশেই আজো নিষ্প্রাণ হয়ে যায় কিছু প্রাণ।- মিক শাকিল সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা প্রায়ই…