যে পরিকল্পনায় রংপুরের আইনজীবী বাবু সোনা কে হত্যা করেন তার স্ত্রী দীপা ও প্রেমিক কামরুল
মিম(ঢাকা থেকে): দীর্ঘ দুই মাস ধরে হত্যা পরিকল্পনা করে রথীশ চন্দ্র বাবু সোনার স্ত্রী দীপা ভৌমিক স্নিগ্ধা ও তার সহকর্মী প্রেমিক কামরুল ইসলাম জাফরী মাস্টার। পরিকল্পনা অনুযায়ী আগেই তাজহাট মোল্লা পাড়ার দুই কিশোরের সহযোগীতায় ২৮ মার্চ বুধবার সেই নির্মাণাধীন ভবনের ভেতরের মেঝের বালু সরিয়ে গর্ত করে রাখে তারা। পরেরদিন কৌশলে খাবারের সাথে চেতনানাশক ঔষধ খাওয়ায়। এরপর…