জামিনে স্বস্তি, মুম্বই ফিরে এলেন সলমন
শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম : জামিন মঞ্জুর হল বেলা ৩টে নাগাদ। দায়রা আদালত থেকে কাগজপত্র জোধপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পৌঁছল ৫টায়। তার আধ ঘণ্টা পরেই জেলের লোহার ফটকের ছোট দরজাটা দিয়ে বেরিয়ে এলেন সলমন খান। জোধপুর বিমানবন্দরে অপেক্ষা করছিল ১২ আসনের চার্টার্ড বিমান। পৌনে ছ’টায় মাটি ছেড়ে মুম্বইয়ে সলমনের বিমান নামল সাড়ে সাতটা নাগাদ। সেখান থেকে সোজা বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের…