মাদক মেশানো জল খাইয়ে ছ’মাসের অন্তঃসত্ত্বাকে গণধর্ষণ
অনলাইন ডেস্ক: রেহাই মিলল না অন্তঃসত্ত্বারও। বাড়ি ফেরার পথে একা পেয়ে তাঁকে তিন জন মিলে পরপর ধর্ষণ করেছে বলে অভিযোগ। পৈশাচিক এই ঘটনা নিয়ে হরিয়ানার মানেসার এলাকায় তোলপাড় পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে পথেঘাটে মহিলাদের নিরাপত্তা নিয়ে। লোকলজ্জার ভয়ে প্রাথমিক ভাবে ঘটনাটি চেপে যেতে চেয়েছিল ওই পরিবার। কিন্তু ঘটনার দিন চারেক পরে শেষ পর্যন্ত তাঁরা পুলিশের কাছে অভিযোগ…