
জাতীয় কবির গানে বনকুমারীর সাজে পূজা
ডেস্ক নিউজ: নিস্তব্ধ ঘন গভীর বন। সেখানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কিছু গাছ। হঠাৎ আকাশে মেঘ ও বিদ্যুৎ চমকানোর পর নামে বৃষ্টি। শ্রাবণধারার সঙ্গে সঙ্গে বনকুমারীরা খোলস ছেড়ে বেরিয়ে এসে নাচতে শুরু করে। তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের নতুন কোরিওগ্রাফি ‘অরণ্যা’য় দেখা যাবে এমন দৃশ্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘রুমঝুম রুমঝুম কে বাজায়’ গান…