নাগপুরে আরএসএসের অনুষ্ঠানে যাচ্ছেন প্রণব
অনলাইন ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর আমন্ত্রণ গ্রহণ করলেন পূর্বতন রাষ্ট্রপতি কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়। নাগপুরে আগামী ৭ জুন আরএসএসের সদর দফতরে সঙ্ঘের প্রচারকদের একটি প্রশিক্ষণ অনুষ্ঠানে মূল ভাষণ দেবেন প্রণববাবু। আরএসএস প্রধান মোহন ভাগবতেরও হাজির থাকার কথা ওই অনুষ্ঠানে। বিজেপি-র মতাদর্শ নির্ধারক সংগঠন বলেই পরিচিত আরএসএস। দেশরে ধর্মীয় বিভাজনের জন্য যে সংগঠনকে শূলে চড়িয়েছেন কংগ্রেস…