ঈদে ফাঁকা রাস্তাঘাট, দুর্ভোগে যাত্রীসাধারণ
শুদ্ধবার্তাটোয়েন্টিফোরঃ সারা দেশের ন্যায় সিলেট নগরীতে ও পালিত হচ্ছে ঈদের এ উৎসব। সকালে ঈদের জামাতে রোদের খানিকটা দেখা মিললেও তার কিছুক্ষন পরেই আবার শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। তার ওপর নগরীর গুরুত্বপূর্ন সড়কগুলোতেও নেই গণপরিবহনের তেমন চলাচল। তিন চাকার রিকশা, মোটর-সাইকেল ছাড়া আর কোনো যানবাহনেরই নেই চোখে পড়ার মত উপস্থিতি। কিছু সংখ্যক যানবাহন থাকলেও তারা…