বিটকয়েন অপরাধ সবধরনের ‘সাইবার’ হামলাকে ছাড়িয়ে যাবে
ইসরায়েলের তেলআবিবে সাইবার নিরাপত্তা নিয়ে এক সম্মেলনে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বিটকয়েন অপরাধ সবধরনের সাইবার হামলাকে ছাড়িয়ে যাবে।’ আর্থিক লেনদেনে প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়ে তারা বলেন, এমন কোনো দিন যাচ্ছে না যে বিশ্বের কোথাও না কোথাও বিটকয়েন কেলেঙ্কারীর ঘটনা না ঘটছে।’ ‘ এই ধরনের বুদ্ধিমত্তাজনিত প্রযুক্তিতে হুমকি বিশ্লেষক লোটেম ফিনকেলস্টিন বলেন, আর্থিখাতে…