ইন্টারনেট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ঢাকায়
ডেস্ক নিউজ: ইন্টারনেট, নেটওয়ার্ক, সেবাদাতা প্রতিষ্ঠান, ব্যবসায় যেন একই সুঁতোয় গাঁথা। খালি চোখে বন্ধনের সেই সুঁতো দেখা না গেলেও একটি অন্যটির পরিপূরক। কিন্তু এই সবের মধ্যে সমন্বয় ঠিক মতো হচ্ছে কিনা, নতুন কী প্রযুক্তি আসছে, তার খবর রাখা, প্রযুক্তির গতিপথ ধরে হাঁটা, সবাইকে জানানো, নিজেদের হালনাগাদ করে রাখাসহ ইত্যাকার নানা কাজ দেখা বা শোনার প্রয়োজন রয়েছে। কিন্তু তা সব সময় করা…