মিরপুর-১০ নম্বরের সেই বাড়ীতে মাটি ছাড়া কোনও বস্তুর অস্তিত্ব মেলেনি
ডেস্ক নিউজ: দুটি ‘গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার’ (জিপিআর) স্ক্যানার দিয়ে দফায় দফায় তল্লাশি করার পরও মেলেনি কিছুই। কথিত গুপ্তধন তো নয়ই, মাটি ছাড়া সেখানে কোনও বস্তুরই অস্তিত্ব পাওয়া যায়নি মিরপুর ১০ নম্বরের সেই বাড়িতে। খননের পর প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর গুপ্তধন খোঁজার অভিযানটি সমাপ্ত করলো প্রশাসন। তবে আরও দুই-তিন দিন পর এর আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়া যাবে…