এশিয়ান গেমসে জমকালো উদ্বোধন
ডেস্ক নিউজ: অলিম্পিকের পর এশিয়ান গেমসকে ধরা হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে। শনিবার জাকার্তার বুং কার্নো স্টেডিয়ামে হয়ে গেল তারই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। তাতে ৪৫ দেশের ১৪ হাজারেরও বেশি অ্যাথলেট অংশ নেয় মার্চ পাস্টে। ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের নেতৃত্বে পতাকা হাতে ট্র্যাকে হেঁটেছেন বাংলাদেশের অ্যাথলেটরা। জাকার্তা ও পালেম্বাংয়ে এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধি…