মহালয়ার লাইভ অনুষ্ঠান দেখুন, ‘রাত পোহালো শারদপ্রাতে’
রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। দুর্গা আসছেন মর্তে। রেডিওতে মহিষাসুরমর্দিনী দিয়ে ঘুম ভাঙবে বাঙালির। তার পরই বিভিন্ন চ্যানেলে দেখা যাবে মহালয়া। কোন চ্যানেলে কোন নায়িকা দুর্গা হচ্ছেন, তা নিয়ে দর্শকের কৌতূহল তুঙ্গে থাকে। কিন্তু যদি মহালয়ার অনুষ্ঠান হয় রাতভোর? ঠিক এমন আয়োজন করেছে একটি বেসরকারি চ্যানেল। ‘রাত পোহালো শারদপ্রাতে’ শীর্ষক অনুষ্ঠানে…