জনমত গড়তে সিলেটে যাবো: ড. কামাল
নিউজ ডেস্ক: গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় নির্বাচনে প্রার্থী হতে চাই না, আমি কোনো পদও চাই না। আমি এসবের পিছনে ছুটছিও না। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন ড. কামাল এ কথা বলেন। তিনি আরও বলেন, জনমত গড়তে আগামীকাল সিলেট যাবো, তারপর চট্টগ্রাম রাজশাহী খুলনা সফর করা হবে।…