হাত-পা নেই কিন্তু তিনি ফটোগ্রাফার!
ইন্দোনেশিয়ার ২৫ বছর বয়সী আহমেদ জুলকারনাইন। জন্ম থেকেই দুই হাত, দুই পায়ের কোনোটিই তার নেই। সারাজীবন অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। জন্মের সময় সবাই নিশ্চয়ই এমনটাই ভেবেছিলেন। কিন্তু সেই তিনিই পেশাদার ফটোগ্রাফার হয়ে বিশ্বকে চমকে দিয়েছেন! হাত-পা না থাকায় মুখ আর হাতের জায়গায় থাকা বাড়তি অংশটুকু দিয়েই ক্যামেরা চালান জুলকারনাইন। আর এভাবে ক্যামেরা চালিয়েই আজ…