বিপিএল ফাইনালের টিকেটের সর্বনিম্ন মূল্য ৪০০ টাকা
অনলাইনে দুটি প্ল্যাটফর্মে কেনা যাবে টিকেট, Shohoz.com ও Ucash। এছাড়া টিকেট কেনা যাবে বুথ থেকেও। মিরপুরে দুটি বুথে বিক্রি হবে টিকেট। একটি সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম বুথে, আরেকটি শের-ই-বাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন বুথে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বুথে পাওয়া যাবে টিকেট। বিসিবি শনিবার এলিমিনেটর, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের টিকেটের দাম ঘোষণা…