জন্মদিনে কাঁদলেন নেইমার
গত বছরের ফেব্রুয়ারিতে ডান পায়ের পাতার পঞ্চম মেটাটারসালে আঘাত পেয়ে মৌসুমটাই শেষ হয়ে যায় নেইমারের। ২৩শে জানুয়ারি স্ট্রসবুর্গের বিপক্ষে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোর ম্যাচে সেই মেটাটারসালেই চোট পেলেন তিনি। যে কারণে ১০ সপ্তাহের জন্য ছিটকে গেছেন মাঠের বাইরে। এক মেটাটারসালের জন্য এত ভোগান্তি, এত কষ্ট। নিজের ২৭তম জন্মদিন উপলক্ষে তাই কাছের মানুষের কাছে একটা নতুন…