মৃত ব্যক্তির চুল নখ কাটা যাবে?
প্রশ্ন: মৃত ব্যক্তির চুল, নখ ইত্যাদি যদি বড় থাকে তাহলে কি কেটে দেয়া যাবে? উত্তর: মৃত ব্যক্তির চুল, নখ ইত্যাদি বড় থাকলেও তা কাটা মাকরুহ। মৃতের পরিবারবর্গের উচিত, মৃত্যুর আগেই মুমূর্ষ রুগীর ওইসব পরিষ্কার করে দেওয়া। ইবনে সিরীন রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত ব্যক্তির চুল ও নখ কাটা যাবে না। (মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস…