বাবুল টিভি নিয়ে মোশাররফ করিম
একেবারে মফস্বল এলাকায় ব্যবসা করেন বাবুল। ডিশ সংযোগ দেয়া তার ব্যবসা। সে সূত্র ধরে এলাকায় একটা লোকাল চ্যানেলও চালায় বাবুল। সে চ্যানেলের নাম বাবুল টিভি। সেই চ্যানেলে বাংলা, হিন্দি সিনেমা চালানোর পাশাপাশি স্থানীয় লোক কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানায় সে। তাই তার প্রতিষ্ঠানের নাম বাবুল মিডিয়া আর শখ করে তার আগে সুপারহিট শব্দটা জুড়ে দিয়েছে…