১শ কোটি ইউরো বিনিয়োগ করছে ডেইমলার ও বি এমডব্লিউ
জার্মানির বৃহৎ কার উৎপাদক বিএমডব্লিউ ও ডেইমলার চালকবিহীন গাড়ি নির্মাণে ১শ কোটি ইউরোর একটি যৌথ বিনিয়োগ প্রকল্পের ঘোষণা দিয়েছে। এই প্রকল্পের আওতায় রাইড শেয়ারিং এবং স্বচালিত গাড়ির পার্কিং সেবা ব্যবস্থাও তৈরি করা হবে। শেয়ারকাস্ট, ফাইন্যান্সিয়াল টাইমস কো¤পানিদুটি এই বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে শুধু গাড়ি উৎপাদনই নয় বরং রাইড শেয়ারিং ব্যবসায়েও নিজেদের অংশগ্রহণ বাড়াতে চাইছে। যার আওতায়…