ষষ্ঠগ্রাম আইডিয়াল একাডেমির ‘প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন’
কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের অবহেলিত গ্রামগুলোর অন্যতম বটেরতল, নভাগী, বাঘারপাড়, ঘোড়ামারা, রাজারখাল, ঢোলাখাল এবং লম্বাকান্দি। ঐ গ্রামগুলো সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ভাবে যেমন পিছিয়ে তেমনি শিক্ষার ক্ষেত্রেও আরো বেশি পিছিয়ে।এজন্য এ গ্রামগুলোকে ‘লামা ছয় গাও’ নামে ডাকা হয়। এই অবস্থা পরিবর্তনের জন্য বটেরতল গ্রামে গত জানুয়ারি থেকে ষষ্ঠগ্রাম আইডিয়াল একাডেমি নামে একটি ব্যতিক্রমী…