
শাহরুখের ছবির জন্য আমির খানের বার্তা
বলিউডের খোঁজ কম-বেশি যারাই রাখেন, তাদের সকলের জানা কথা- শাহরুখ খান ও আমির খানের মধ্যে দীর্ঘ দিনের দ্বন্দ্ব। একাধিকবার তাদের মধ্যকার ‘স্নায়ুযুদ্ধ’ সামনে এসেছে। তবে সাম্প্রতিক সময়ে সেই দূরত্বের বরফ গলেছে। কয়েকটি অনুষ্ঠানে একসঙ্গে কাঁধে কাঁধ মেলাতে দেখা গেছে তাদের। সেই সুবাদে এবার শাহরুখ খানের নতুন ছবি ‘ডাঙ্কি’র জন্য শুভকামনা পাঠালেন আমির খান। যা দেখে…