নারী নির্যাতন : বিচারের নামে প্রহসন
ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের বড়পলির গ্রামে (১৬ ই মে) রাজ্জাক(ছদ্মনাম) নামের এক যুবক একই গ্রামের এক হতদরিদ্র্য পরিবারের মেয়েকে নারী নির্যাতনের (যৌন হয়রানীর) সময় গ্রামবাসী হাতেনানাতে ধরে ফেলে।এ নিয়ে গ্রামে চরম উত্তেজনা বিরাজ করতে থাকে।এমতাবস্হায় উভয় পক্ষ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ ও মেম্বার নোয়াব আলী স্বরণাপন্ন হয়।তাদের আশ্বাসে বিচার বৈঠকের ব্যবস্থা করা…